(দিনাজপুর২৪.কম) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৫৪ রান করেন। অন্যদিকে আফগানদের হয়ে নাভিন উল হক তিনটি উইকেট নেন।
আজ শুক্রবার অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় অজিরা। ফজলহক ফারুকির বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৩ রান করা ক্যামেরন গ্রিন। দলীয় ৪৮ রানে ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন নাভিন উল হক। আউট হওয়ার আগে ওয়ার্নার ১৮ বলে ২৫ রান করেন। এরপর স্টিভেন স্মিথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নাভিন উল হক।
দলীয় ৮৬ রানে মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। মুজিব উর রহমানের বলে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন মার্শ। শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ৫৪ রানের সুবাদে ১৬৮ রানের সংগ্রহ পায় অজিরা। সেমিফাইনালে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়া একাদশ : ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হেইজেলউড
আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, উসমান গনি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, দারউইশ রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি। -নিউজ ডেস্ক