(দিনাজপুর২৪.কম) পর্নোগ্রাফি মামলায় জেল থেকে বেরিয়ে প্রথমবার নিজের আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এসময় তিনি গণমাধ্যমকে তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার এবং তার গোপনীয়তাকে সম্মান করার আবেদন জানিয়েছেন।
গত কয়েক মাস শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়ার পর বেশ কয়েকদিন জেলে কাটাতে হয় রাজকে। অবশেষে জামিনে মুক্তির পর স্বস্তির নিশ্বাস ফেলেন রাজ কুন্দ্রা।
জেল থেকে বের হয়ে প্রথমবারের মতো নিজের বক্তব্যে রাজ এমন অনেক কথা বলেছেন, যা থেকে বোঝা যায় গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে তিনি নিজেই বিভ্রান্ত।
রাজ কুন্দ্রা নিজের বক্তব্যে বলেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি বুঝতে পারছি যে, সমস্ত বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং অনেক আর্টিক্যালে আমার নীরবতাকে দুর্বলতা হিসাবে বিবেচনা করা হচ্ছে। আমি বলতে চাই, আমি আমার জীবনে পর্নোগ্রাফি তৈরি করিনি। এমনকি ডিস্ট্রিবিউটও করিনি। এই পুরো পর্বটি একটি উইচ হান্ট ছাড়া আর কিছুই নয়।’
তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিষয়টি বিচারাধীন তাই আমি ব্যাখ্যা করতে পারব না, তবে আমি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, যেখানে সত্যের জয় হবে। দুর্ভাগ্যবশত, গণমাধ্যম ইতিমধ্যেই আমাকে দোষী বলে ঘোষণা করেছে এবং বিভিন্ন স্তরে আমার মানবিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের জন্য আমি ক্রমাগত মানসিক যন্ত্রণায় ভুগছি। ট্রোলিং বাড়ছে। মানুষের আমার প্রতি ঘৃণা বাড়ছে।’
তার অগ্রাধিকার সবসময় পরিবার ছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সন্ধিক্ষণে অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়, আমি বিশ্বাস করি যে প্রত্যেক ব্যক্তির মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার আছে এবং আমি একই অনুরোধ করছি।’
পরে রাজ তার গোপনীয়তাকে সম্মান করার জন্য গণমাধ্যমের সকলের প্রতি আহ্বান জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। -অনলাইন ডেস্ক