(দিনাজপুর২৪.কম) টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। সিনেমার পাশাপাশি তিনি রাজনীতির মাঠও কাঁপাচ্ছেন দীর্ঘদিন সময় ধরেই। তবে খবর হচ্ছে তিনি আজও বিয়ে করেন মিমি। ৩২ বছর পেরিয়ে এখনো সিঙ্গেল তিনি। যতখানি চেয়েছেন, ক্যারিয়ারে সাফল্য তার চেয়ে বেশিই এসেছে বটে। তাই পরিবার থেকে নিয়মিতই তাকে বিয়ে করার জন্য বলা হয়। মিমি নিজেও বিয়ে করতে চান। কিন্তু বিপত্তি বাঁধে অন্য কিছুতে।
নতুন বছরের শুরুতে কলকাতার এক গণমাধ্যমে নিজের সম্পর্কে বলতে গিয়ে মিনি বলেন, ‘মা চান আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না…।
তিনি আরো বলেন, ‘এই খারাপ-ভালো মিশিয়ে কেটে গেল বছর। আমি খুশি, আমি সুস্থ আছি। নিজের মতো জীবন কাটাতে পারছি। থালায় খাবার আছে আমার। যদি কাউকে অনিচ্ছায় দুঃখ দিয়ে থাকি, নতুন বছরে চেষ্টা করব সেই দুঃখ না দেওয়ার। নতুন বছর এসে দাঁড়ানো মানেই সময় ফুরিয়ে যাওয়া।’
মিমির ভাষ্য, ‘বছরটা শেষ হয়ে আসছে…একটাই ভয়। আমার কাছের মানুষগুলো যেন হারিয়ে না যায়। ভালোবাসার মানুষের বড্ড অভাব যে!-অনলাইন ডেস্ক