মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপি তালিকাভুক্ত ৩ হাজার ৫ শত শিশুদের মাঝে ফলদ গাছের চারা বিতরণের উদ্বোধন করেছ। ১৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে এসব ফলদ গাছের চারা শিশুদের হাতে তুলে দিয়ে উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ।
এ সময় উপস্থিাত ছিলেন, সংস্থাার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ পরিমল সরকার, মারিও মার্ডী, সুবীর কুমার রায় প্রমুখ। উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ল্ড ভিশনের তালিকাভুক্ত প্রত্যেক শিশুক ১টি আম্রপালি ও ১টি থাই পেয়ারার চারা বিতরণ করা হয়।পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে উদ্বোধন কালে জানান ম্যানেজার রোলান্ড গমেজ।