(দিনাজপুর২৪.কম) বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্যে খেলতে নামা দলটি ৮ উইকেটে জয় পেয়েছে। সুবাদে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
অতিনাটকীয় কিছু না ঘটলে জয়টা অনুমিতই ছিল পাকিস্তানের। যদিও চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, জয়ের স্বপ্ন নিয়েই নতুন দিন শুরু করতে চান তারা। তবে সফরকারীরা কোনো সুযোগ দেয়নি মুমিনুল হকের দলকে।