(দিনাজপুর২৪.কম) দেশে করোনার ঊর্ধ্বগতি সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রহিমা কানিজ বলেন, ‘আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। এ ছাড়া চলমান পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক ক্লাসও সশরীরে চলবে। তবে এসব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।’
পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে পরীক্ষার হল ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে।’
করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত আসবে বলেও জানান রহিমা কানিজ।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে অন্তত চারজন শিক্ষার্থীর উপযোগী আইসোলেশন সেন্টার তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বড় পরিসরে আইসোলেশন সেন্টার তৈরির কথাও ভাবা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও ডিনদের সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এরপরই প্রশাসনিক সভায় সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়। পরে ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে অনলাইনের পাশাপাশি সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়। -অনলাইন ডেস্ক