(দিনাজপুর২৪.কম) জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী প্রার্থীরা।
শনিবার এ নির্বাচনে শুধুমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়পুরহাট আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
বিএনপি প্যানেলের নির্বাচিতরা হলেন- সভাপতি পদে রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সহসভাপতি পদে আইয়ুব আলী, সাধারণ সম্পাদক পদে শাহনূর রহমান শাহিন, অর্থ-সম্পাদক পদে এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে রিনাত রেদৌসী রিনি, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুনুর রশীদ, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে নুরে আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম, গোলাম মওদুদ শাহরিয়া নির্বাচিত হন।
আওয়ামী লীগ প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান মণ্ডল নির্বাচিত হন। -নিউজ ডেস্ক