(দিনাজপুর২৪.কম) রাজধানীর উত্তরা আজমপুর এলাকার একটি স্কুলে টিনের চাল মেরামতের সময় উপর থেকে পড়ে গিয়ে মো. সোহাগ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী ও স্বজনরা জানান, ‘আমরা কয়েকজন মিলে উত্তরা আজমপুর একটি স্কুলের মেরামতের কাজ করছিলাম। কাজ করার সময় হঠাৎ আট-দশ ফুট উপর থেকে নিচে পড়ে যায়।’
নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এরইমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।-অনলাইন ডেস্ক