(দিনাজপুর২৪.কম) ঠাকুরগাঁওয়ে মহানবী হযরত মুহাম্মদ স. কে কটূক্তি করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের পর শাকিল হত্যায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকার বংশাল, মোহাম্মদপুর ও সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ভানোর ইউনিয়নের শাকিল হত্যা মামলার অন্যতম আসামি দেলোয়ার ও শামীমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৪ জন শাকিল হত্যার সঙ্গে জড়িত। আজ বিকালে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।