(দিনাজপুর২৪.কম) দিনাজপুর শহরোস্থ শিক্ষানগরী হিসেবে খ্যাত বালুবাড়ি এলাকা এখন মাদকের নগরিতে পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেদারসে বিক্রি হচ্ছে মরণনেশা মাদক। হরিজন সম্প্রদায়কে পুঁজি করেই এই সমস্ত অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকজন যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যা হলেই মাদকের গন্ধে গলি দিয়ে পায়ে হেটে যেতে পারে না পথচারীরা। এসব কিছু চলছে দিনের আলোয় এবং রাধের আধারেরও। এলাকাবাসী জানান, বালুবাড়িতেই থাকেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সহ ভিআইপি ব্যক্তিরা। মাদক ব্যবসায়ীরা এতটাই বেপরোয়া যে এখানে তাদের বিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পায়। শুধু ভয়ই নয় মাদকের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ ক্ষতিগ্রস্থ হচ্ছে আগামী প্রজন্ম।
এলাকাবাসী উপস্থিত এ প্রতিনিধিকে জানান, জনৈক মিলন নামের ব্যক্তি এবং তার সহযোগী কয়েকজন গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য চালায় বালুবাড়িতে। আরো জানা গেছে, এই মাদক ব্যবসায়ী চক্রটি পশু হাসপাতাল মোড় থেকে শুরু করে ফুলবাড়ি বাসষ্ট্যান্ড, নিউটাউন-১ থেকে ১০ নম্বর, কাচারী, রেলঘুমটিসহ মেডিকেল রোড লম্বাপাড়া পর্যন্ত অবৈধ মাদকদ্রব্য নাকি বিক্রি করছে। মাদক দ্রব্যের মধ্যে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, পেনটাডোল, ট্রিপটিন, সিনটাটোলসহ মাদক বিক্রি করে এই মাদক ব্যবসায়ী চক্রটি। এলাকাবাসী ভয়ে আতঙ্কিত। তারা কোন কথা বলতে পারে না তাদের বিরুদ্ধে। এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দ উক্ত মাদক ব্যবসায়ীর মুল সম্রাট জনৈক মিলন এবং তার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব সহ আইনপ্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
দিনাজপুরের বালুবাড়িতে মাদকের ছড়াছড়ি : প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।