(দিনাজপুর২৪.কম) গতকাল রবিবার ২২ জানুয়ারি ২০২৩ সকাল ৯টায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আমিরে জামায়াত ডা.শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ এর আয়োজন করা হয়। সকাল ৮.৪৫ মিনিট সময়ে দিনাজপুরের জিলা স্কুল মোড় এলাকা থেকে মিছিল টি বের হয়ে স্টেশন রোড হয়ে বাহাদুর বাজার ট্রাফিক মোড় এলাকায় এসে শেষ হয়। মিছিল টি শেষ হলে দিনাজপুর জিলা স্কুল মোড়ে একটি বাস আটক করা হয়। বাস থেকে ৩১জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দিনাজপুরে ১৩টি উপজেলা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। সেই সূত্রের ভিত্তিতে দিনাজপুর জিলা স্কুল মোড়ে দীপ প্রমদা দীপ নামের একটি বাস থেকে ৩১ নেতাকর্মী আটক করে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় তাদেরকে বর্তমানে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দিনাজপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ- মিছিল আটক-৩১
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।