মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের বিরামপুরে রোববার সকালে (১৯শে ডিসেম্বর) ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী নৈশ্য কোচের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম (৩৮) ও ভ্যান চালক সাইদুল ইসলাম (৪৫)। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ঢাকা থেকে দিনাজপুর গামী শ্যামলী নৈশ্যকোচ বিরামপুর পৌর সীমানা সংলগ্ন টাটকপুর নামক স্থানে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় নৈশ্য কোচের চাকায় পিষ্ট হয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার ভাটপাইল (নয়াপাড়া) গ্রামের গোলাম মোস্তফার পুত্র মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের ঝড়–মন্ডলের পুত্র ভ্যান চালক সাইদুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরো জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দিনাজপুরে নৈশ্য কোচের ধাক্কায় দুইজন নিহত
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।