(দিনাজপুর২৪.কম) দিনাজপুরের চিরিরবন্দর থানা-পুলিশ এক ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়। এর গত বুধবার রাতে উপজেলার চম্পাতলী বাজার থেকে আটক করা হয়। আটক ভুয়া ডিসি সদস্য হলেন- রবিউল ইসলাম (২৫)। তিনি নীলফামারী জেলার সদর থানার বড়ুয়া বাজার এলাকায় মৃত কলিম উদ্দিন ছেলে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশীদ জানান, বুধবার সন্ধ্যায় চাম্পাতলী বাজারের পাশে স্থানীয় দু’জন যুবক মাদক সেবন করছিলেন। এ সময় রবিউল ইসলাম তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। পরে তাদের কাছে থাকা সাইকেল নিয়ে পালিয়ে যান রবিউল। স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে পুলিশকে খবর দেয়। পরে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, আটক রবিউলের বিরুদ্ধে চম্পাতলী বাজারের জনৈক মোস্তাকিম বাদী হয় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।