স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুর শহরোস্থ ৫নং ওয়ার্ডের ক্ষেত্রিপাড়ায় এক হত দরিদ্র পরিবার দীর্ঘ ১৩ বছরেও খাদ্য সহায়তা পায়নি মর্মে অভিযোগ ওঠেছে। তাদের নেয় না কোন খোঁজ-খবর।
খবরটি জানতে পেরে দিনাজপুর জেলা যুব লীগের সভাপতি আলহাজ্ব রাশেদ পারভেজ ছুটে যান এবং অসহায় হিন্দু পরিবারটির খবারাখবর নিয়ে তাৎক্ষনিক তাদের খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় যুব লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৩ বছর খাদ্য সহায়তা পেয়ে হিন্দু পরিবারটি মুখে হাসি ফুটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হত দরিদ্র অসহায় পরিবারের এক সদস্য বলেন, রাশেদ পারভেজ আমাদের যে খাদ্য সহায়তা করলো যা কোনদিন ভোলার নয়। ভগবান তার ভাল করবে। হত দরিদ্র হিন্দু পরিবারটির বিষয়ে জানতে শহরের ক্ষেত্রীপাড়া ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
দিনাজপুরে ১৩ বছর পর খাদ্য সহায়তা পেল এক হিন্দু পরিবার
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।