(দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন-১ এ মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয। গত ২৯ নভেম্বর সোমবার বেলা ১১.৩০ মিনিটে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপত্তিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শারিফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রেজওয়ানুল ইসলাম, এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিনুর রহমান, প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি শিল্পপতি রেখা হুমায়ন ফারুক, দিনাজপুর প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ ও শহীদ স্মৃতি সংগ্রহ কমিটি এবং সুজন ও জেলা ক্যাব এর নির্বাহী সদস্য মাসউদ রানা, ইফা এর উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহান, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ লোকমান হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রেদওয়ানুর রহমান, জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম, টিটিসির অধ্যক্ষ এ এস এম রেজাউল করিম, পাউবির উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, জেলা কালচারল অফিসার মনি আরা পারভীন, বিকেএসপির উপ পরিচালক রোকনউদ্দিন আহম্মেদ, ডেপুটি জেলার মোঃ আতিকুর রহমান, রাজস্ব কর্মকর্তা শফিকুলল ইসলাম, জেলা সমাজসেবার সহকারি পরিচালক মোঃ ময়নুল হক, নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুসফিকুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হুসেন, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক ও জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী সন্দিপ কুমার বসাক প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সুস্থতা কামনায় এবং দেশবাসীর করোনার প্রার্দুভাব থেকে মুক্তির জন্য এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।