মাহবুবুল হক খান (দিনাজপুর২৪.কম) “মুজিববর্ষের সফলতা-দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকার্ন্ডে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মোঃ মঞ্জুরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ এমদাদুল হক শরীফ।
দিনাজপুর ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ খান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ রাহেনুল ইসলাম ছিদ্দিকী। অনুষ্ঠানে সদর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জসিম উদ্দীনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকার্ন্ডে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক মহড়া অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।