স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) আজ শুক্রবার দিনাজপুর জেলা রবি দাস সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে দুস্থ্য এবং অসহায় গরীব জনগোষ্ঠী শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুব লীগের আইডল সভাপতি আলহাজ্ব রাশেদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিমুল দপ্ত, আল ইমরান উজ্জ্বল, দিনাজপুর জেলা রবি দাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দিল চান রবি দাস, সাধারণ সম্পাদক অশোক রবি দাসসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথি বলেন, মানব সেবার বিকল্প কিছুই নেই। আমাদের মৃত্যুর পর একমাত্র ভাল কাজই হতে পারে জান্নাতের সিঁড়ি। তাই হাতে-হাত মিলিয়ে ধর্মবর্ণ নির্মিশেষে সকলকে সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান, প্রায় ১শ’ অসহায়, দুস্থ্য এবং গরীব পরিবারকে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। সংস্থার সভাপতি দিল চান রবি দাস বলেন, আমরা মহারাজা মোড়ে সমাজ উন্নয়ন মুলক কাজ করি। এই সংস্থার মাধ্যমে আশেপাশের বহু এলাকায় আমরা উন্নয়ন ঘটিয়েছি।
দিনাজপুর জেলা রবি দাস সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।