আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) “ মাদককে না বলি ” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হল শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ২০২২’র চরম উত্তেজনাপূর্ন ৪র্থ রাউন্ডের খেলায় হাড্ডা হাড্ডি মধ্য দিয়ে ২-১ গোলের ব্যবধানে বাংলা হিলি দিনাজপুর কে পরাজিত করে রেইন ফুটবল গ্রুপ বগুড়া বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। ১৫ অক্টোবর শনিবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল গভর্নিং বোডির সভাপতি ও স্থানীয় ২নং ইউপি’র সদস্য রাজেদুর রহমান রাজু’র আয়োজনে জাতিরজনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি স্মরণে আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ২০২২’র অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪র্থ রাউন্ডের খেলায় আনুষ্ঠানিক উদ্ভোদন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু। এ সময় উদ্ভোদনি বক্তব্যে তিনি বলেন, দেশের যুভ সমাজ হচ্ছে দেশ ও জাতির প্রধান চালিকা শক্তি, এই শক্তিকে ধরে রাখতে এবং হাতিয়ার গড়ে তুলতে সম্মিলিত ভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন অবদান রাখতে হবে। মোঃ গোলাপ হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ওসি তদন্ত গোলাম মওলা রনি,শহর আওয়ামী-লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রেজাউল কতিম রাখি এন টি আই পলিটিক্স টিভি’র বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, সংগীত শিল্পী কল্যান পরিষদের সা: সম্পাদক প্রশান্ত কুমার রায়, শিক্ষক আমিনুল ইসলাম। টানটান উত্তেজনা ও কানায় কানায় দর্শক পরিপূর্ণ মাঠে এই খেলায় নির্ধারিত সময়েই রেইন ফুটবল গ্রুপ বগুড়ার খেলোয়াড় রাব্বি ২ টি গোল করে। তবে বাংলা হিলি দিনাজপুর ১ গল পরিশোধ করলেও শেষ অবধি ১ গোলের ব্যবধানে পরাজিত হয়। এ খেলা পরিচালনা করেন রেফারি তাজেদুর রহমান তাজু এবং সহকারী রেফারি ছিলেন সাজু ও মানিক। হাজার হাজার দর্শকের মাঝে খেলাটির ধারাভাষ্য করেন তইফুল ইসলাম তপু।
দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।