(দিনাজপুর২৪.কম)দুই দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দেশটির বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে শ্রিংলাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
শ্রিংলার ঢাকার সফরের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সফরের শুরুতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করবেন ভারতীয় প্রতিপক্ষ। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এদিনই শ্রিংলা দিল্লি ফিরে যাবেন।
এ দিকে সংবাদমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন। ওই সফরের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন।-অনলাইন ডেস্ক