(দিনাজপুর২৪.কম) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপর হামলা ও ককটেল উদ্ধারের ঘটনায় পল্টন থানার মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানা পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া। তিনি জানান, মামলার বিস্তারিত পরে তুলে ধরা হবে।
পুলিশ সূত্র জানায়, একটি মামলায় বিএনপি নেতা রিজভী, আমানুল্লাহ আমান, সালাম, খোকন ও এ্যানীসহ অজ্ঞাত আরও হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তবে ঠিক কত জনকে আসামি করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
আসামিদের কিছুক্ষণ পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পল্টন থানা পুলিশ সূত্র। এর মধ্যে বিএনপি নেতা রিজভী, আমানুল্লাহ আমান, সালাম, খোকন ও এ্যানীসহ অন্যান্য আসামি ডিবি হেফাজতে রয়েছে। -ডেস্ক রিপোর্ট
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।