সুকুমার বাবু দাস (দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ের আটোয়ারীতে রাতের অন্ধকারে সরকারি গাছ কর্তন করেছে বেশ কয়েকজন গাছ খেকো। ঘটনাটি ঘটেছে ০৫/০৩/২০২২ ইং তারিখ আনুমানিক ভোর রাতে। আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ডুংডুংগী বাজার যাওয়ার রাস্তার ধারের বন বিভাগের রোপণকৃত বৃহৎ আকারের দুটি ও মাঝারি সাইজের দুটি ইউক্যালিপটাস গাছ কর্তন করে নিয়ে যায় গাছ খেকোরা, যার আনুমানিক বাজার মূল্য লক্ষ টাকারও অধিক। গাছগুলো নিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা মোঃ সাইদুর রহমান কর্তনকৃত গাছগুলোকে আটক করে এবং আটোয়ারী উপজেলা নির্বাহি অফিসার মোঃ মোশফিকুল আলম হালিমকে অবগত করেন। উপজেলা নির্বাহি অফিসার তাৎক্ষণিক এসআই মোঃ রশিদকে নিয়ে ঘটনাস্থল তদন্ত করেন। তদন্ত সূত্রে জানা যায় গাছ চারটি কর্তন করেছে রাধানগর গ্রামের অভিযুক্ত মৃতঃ শাকালু বর্মনের ছেলে দেবেশ চন্দ্র বর্মন (৩৫) ও ডুংডুংগী গ্রামের মৃতঃ গেদু রামের ছেলে গণ চন্দ্র বর্মন। স্থানীয় সূত্রে আরো জানা যায় কর্তনকৃত কিছু গাছ রানীগঞ্জ নামক নামাজ পড়া এলাকায় গাছ খেকোরা নিয়ে যায় আর বাকি গাছগুলো এলাকাবাসীর জব্দ করে ডুংডুংগী বাজারের পাশে এক ফাকা জায়গায় রেখে দেয়।পরবর্তীতে গাছগুলো উপজেলা নির্বাহি অফিসার জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যায়। রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু জাহেদের সাথে কথা হলে তিনি জানান গাছগুলো কে বা কাহারা কর্তন করেছে, এই বিষয়টি আমি পরে জানতে পারি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন অভিযুক্তদের এখনো পাওয়া যায়নি, তবে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারীতে রাতের অন্ধকারে সরকারি গাছ কর্তন
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।