(দিনাজপুর২৪.কম) ক্রাইস্টচার্চ টেস্টে টম লাথামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ছুটছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে দুইশ’ পেরোনো সংগ্রহ নিয়ে চা বিরতিতে গেছে কিউইরা।
হ্যাগলি ওভালের সবুজ উইকেট বাংলাদেশি পেসারদের জন্য সুবিধার হয়ে উঠতে পারেনি। প্রথম দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখাল স্বাগতিকেরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ২০২ রান করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক টম লাথাম (১১৮) ও ডেভন কনওয়ে (২৮)।
দিনের শুরু থেকে সফরকারী বোলারদের হতাশা উপহার দেন দুই ওপেনার লাথাম ও উইল ইয়ং। দুজনের ১৪৮ রানের জুটি ভাঙেন পেসার শরিফুল ইসলাম। তার মধ্যে ফিফটি তুলে নেন ইয়ং (৫৪)। আর ১২তম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন লাথাম।
দুই সিরিজের শেষ টেস্টে বাংলাদেশ মাঠে নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওপেনার নাঈম শেখ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। -অনলাইন ডেস্ক