(দিনাজপুর২৪.কম) অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধান বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ প্রেরণ করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার এডভোকেট শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার প্রক্টর, ঢাবি শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল ও সুফিয়া কামাল প্রভোস্ট বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধি বাতিল না করলে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি বিবাহিত হওয়ায় ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল কর্তৃপক্ষ এক ছাত্রীর সিট বাতিল করে দেয়। শামসুন নাহার হলে ছাত্রীর বড় বোন বিবাহিত হওয়ায় ও হলে অবস্থান করায় ছোট বোনকে সিট দেয়া হচ্ছে না। এক পর্যায়ে একই হলে থাকা ওই ছাত্রীর বিবাহিত বড় বোন সিট ছেড়ে দিলেই শুধু তিনি সিটে উঠতে পারবেন বলে শর্ত দেওয়া হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। -অনলাইন ডেস্ক
বিবাহিত ছাত্রীদের হলে না থাকার বিধান বাতিল চেয়ে ঢাবি কর্তৃপক্ষকে আইনি নোটিশ
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।