মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) কর্তৃক বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পের আওতায় গত সোমবার (৩০ মে) বিরামপুর উপজেলা মৎস্য অফিসারের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন। জিবিকে’র এরিয়া ম্যানেজার মতলেব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, কারিগরী কর্মকর্তা জিমি হাঁসদা, শাহীন মিয়া প্রমূখ। সভায় প্রকল্প হতে যারা মৎস্যচাষী রয়েছেন তাদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।
বিরামপুরে মৎস্য কর্মকর্তার সাথে জিবিকে’র সমন্বয় সভা
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।