মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর পৌর শহরের বকুলতলা মোড়ে বৈদ্যুতিক আগুনে ৫টি দোকান ও দোকান সংলগ্ন একটি বাড়ি পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৩ ডিসে:) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বকুলতলা মোড়ে সারিবদ্ধ ৫টি দোকান ঘরের মধ্যে একটি লন্ড্রি দোকান থেকে বৈদ্যুতিক আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই সে আগুন পার্শ্ববর্তী ৫টি দোকান ও দোকান সংলগ্ন বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বিরামপুর, ফুলবাড়ি ও নবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এর মধ্যেই ৫টি দোকান ও বাড়ির সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকান ঘরের ও বাড়ির মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, আগুনে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের বিরামপুর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিক ভাবে ধারণা করছেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ মোতায়েন করা হয় এবং আগুন নেভানো পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা হয়। পুলিশের নিকট বাড়ির মালিক ৫০ লক্ষাধিক ক্ষতির কথা জানিয়েছেন।