মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যালটের মাধ্যমে নির্বাচনে সভাপতি হিসাবে মোহনা টেলিভিশনের বিরামপুর প্রতিনিধি মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হিসাবে যুগান্তর বিরামপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মশিহুর রহমান নির্বাচিত হয়েছেন।
রোববার বিকেলে (৩০জানুয়ারি) নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক। ভোট গণনা শেষে ১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আকরাম হোসেন এবং ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সহকারী অধ্যাপক মোঃ মশিহুর রহমা। নির্বাচনে প্রেসক্লাবের ৩০জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।