মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) ০৬ ডিসেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিনাজপুরের বিরামপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। সকালে স্থানীয় ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পস্তবক অর্পনের পর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শোভাযাত্রা নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমবেত হন। সেখানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ওসি সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ, হবিবর রহমান, আবু বক্কর সিদ্দিক, গোলাম মোস্তফা, আব্দুর রহিম মন্ডল, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সাবেক সভাপতি আকরাম হোসেন, অনুষ্ঠানের সহযোগী ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক।
বিরামপুর মুক্ত দিবস পালিত
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।