(দিনাজপুর২৪.কম) নিজের বিয়ে নিয়েই সারাদিন ব্যস্ত ছিলেন মাসুম বিল্লাহ। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু সন্ধ্যা নামতেই ঘটে বিপত্তি। বিয়ে বাড়িতে পুলিশের হানায় হঠাৎ বদলে যায় পরিস্থিতি। সাত বছর আগের একটি মামলায় গ্রেপ্তার হয়ে বাসরঘরের পরিবর্তে বরের ঠাঁই হলো শ্রীঘরে। নাটোরের গুরুদাসপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার মাসুম বিল্লাহ গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সন্ধ্যায় বিয়েবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মাসুম ২০১৪ সালের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগের করা মামলায় দীর্ঘদিন পালিয়ে ছিলেন। -ডেস্ক রিপোর্ট