(দিনাজপুর২৪.কম) করোনাভাইরাসের বুস্টার টিকা নিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার তৃতীয় ডোজ টিকা নেবেন তিনি। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি বাসভবন থেকে বের হন।
বিষয়টি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
এর আগে গত বছরের ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার তৈরি দ্বিতীয় ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।
খালেদা জিয়া গত বছরের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন।
নানান শারীরিক জটিলতায় সাম্প্রতিক সময়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন।