মোঃ শাহিন আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার মাসিক আইন শৃঙখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় উপজেলা সভা কক্ষে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ। সভায় বক্তারা চুরি রোধে পুলিশ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
বোচাগঞ্জে আইন শৃঙখলা কমিটির সভা অনুষ্ঠিত
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।