(দিনাজপুর২৪.কম) ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা বন্ধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর সিটি কলেজ এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস ছামাদ শিকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার মাত্রা খুব বেশি বেড়ে গেছে। তাদের কারণে সড়কে অনেক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এছাড়া হাইকোর্ট থেকে এসব অটোরিকশা বন্ধের নির্দেশ থাকলেও কিছু কিছু অসাধু ব্যক্তি ব্যাটারিচালিত এসব অটোরিকশার ব্যবসা অব্যাহত রেখেছে।
তিনি বলেণ, আমরা এসব অবৈধ যানগুলোর বিরুদ্ধে মাঠে নেমেছি। এসব অবৈধ যানবাহনগুলো বন্ধ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।-অনলাইন ডেস্ক