(দিনাজপুর২৪.কম) র্যাব দুর্নীতি করে না, যুক্তরাষ্ট্রও অনেক সময় ভুল করে। তারা একদিন তা বুঝতে পারবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শুক্রবার রাতে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, র্যাবের ব্যাপারে যুক্তরাষ্টের অভিযোগ দুঃখজনক। নিষেধাজ্ঞার বিষয়ে শিগগিরই আলোচনা শুরু করবে বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশে গত ১০ বছরে ৬০০ জন নিখোঁজ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, কিন্ত তাদের দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষ নিখোঁজ এবং হত্যার ঘটনা ঘটছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। অথচ নিজেদের দেশের ঘটনাগুলোর ব্যাপারে তারা উদাসীন। দেশের নেতিবাচক কিছু মানুষ ও সাংবাদিকদের জন্য এমন ঘটছে বলে অভিযোগ করে তিনি জানান, আমাদের দেশে কিছু নেতিবাচক লোক আছে। এছাড়া কিছু সাংবাদিকও আছে তাদের জন্যই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।-অনলাইন ডেস্ক