(দিনাজপুর২৪.কম) আগেরদিন ৮ ওভার খেলে ১৯ রান তুলে কোনো উইকেট হারায়নি ভারত। তবে আজ শুক্রবার দিনের শুরুতেই ভারতের দুই ওপেনারকে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।
তাইজুলের বল এগিয়ে এসে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। বল তার প্যাডে আঘাত করে। তাইজুলের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে রায় বাংলাদেশে পক্ষে আসে। পরের ওভারে গিলের উইকেট হারায় ভারত। তাইজুলের হাফ ভলি বল সুইপ করেছিলেন। বল মিস করে এলবিডব্লিউ হন গিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। চেতেশ্বর পূজারা ১৮ ও বিরাট কোহলি ১০ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াসে গতকাল শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রানে অল-আউট হয়ে যায়। দলের পক্ষে মোমিনুল হক সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ২৬, লিটন দাস ২৫, নাজমুল হোসাইন শান্ত ২৪, সাকিব আল হাসান ১৬, জাকির হাসান ১৫ ও মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন। ভারতের উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট নেন।
শেষ বিকেলে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল। তারা অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করেন। -ডেস্ক রিপোর্ট