(দিনাজপুর২৪.কম) উপসর্গবিহীন তিনজন কভিড রোগী শনাক্ত হওয়ার পরপরই আরেকটি শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে চীন সরকার।
বিবিসি জানায়, ১১ লাখ বাসিন্দার শহর ইউঝুতে পরিবহন ব্যবস্থা এবং অত্যাবশ্যকীয় খাবারের দোকান বাদে সব দোকান রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ২৩ ডিসেম্বর থেকে একই ধরনের লকডাউন দেওয়া হলে ঘরবন্দী রয়েছেন সি’আন শহরের ১ কোটি ৩০ লাখ মানুষ।
চন্দ্র নববর্ষের উৎসব এবং বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের আগে এ কঠোর ব্যবস্থা নেওয়া হলো।
তবে চীন নিশ্চিত করেছে, অলিম্পিক উপলক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকে হাজার হাজার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী কভিড বাবলে প্রবেশ করবে। তারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো ধরনের শারীরিক সংস্পর্শে যাবে না। -অনলাইন ডেস্ক