(দিনাজপুর২৪.কম) সাংবাদিক শিরিন আবু আকলেহের হত্যার বিষয়টি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠাতে একটি আইনি দল নিয়োগ করেছে আল জাজিরা। বৃহস্পতিবার (২৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আল জাজিরা জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিজেদের আইনি দল নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করেছে এবং আইসিসির প্রসিকিউটরের কাছে জমা দেওয়ার জন্য আবু আকলেহের হত্যার বিষয়ে একটি দলিল প্রস্তুত করছে।
এদিকে শিরিন আবু আকলেহ হত্যার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিক শিরিনকে গুলি করেন ইসরায়েলি সেনারা।
১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় শিরিনের। ৫১ বছর বয়সী আবু আকলেহর অনেকদিন ধরেই ইসরাইল বাহিনীর বর্বরতার খবর দিয়ে আসছিলেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ফিলিস্তিনিদের সংগ্রাম তুলে ধরেছেন শিরিন। পশ্চিম তীরে তিনি অত্যন্ত পরিচিত মুখ। একই সঙ্গে তিনি মার্কিন নাগরিকও। আল-জাজিরার সঙ্গে তার পথচলা শুরু ১৯৯৭ সালে। সূত্র: আল জাজিরা -অনলাইন ডেস্ক
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।