(দিনাজপুর২৪.কম) ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন রির্টানিং কর্মকর্তা।
উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান জানান, ওই ইউনিয়নের ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলার পর আজ রবিবার বিকাল ৩টায় হঠাৎ কয়েক’শ দুর্বৃত্ত কেন্দ্রের ভেতরে প্রবেশ করে একটি ব্যালট বাক্স ও ১০০ পৃষ্টার একটি ব্যালট পেপার বই ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলার জামপুর মাঝের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, কেন্দ্রটিকে ২৫৬০টি ভোট রয়েছে। এর মধ্যে ১৩১২ জন পুরুষ ও নারী ১২৫১ জন ভোটার। আজ উপজেলার আটটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। -নিউজ ডেস্ক