(দিনাজপুর২৪.কম) হেফাজতে ইসলাম বাংলাদের মহাসচিব আল্লামা নুরুল ইসলম রহ. এর ইন্তেকালে শূন্যপদে সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মাওলানা সাজিদুর রহমানকে মনোনিত করা হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টায় আল্লামা নুরুল ইসলাম এর জানার নামাজের পূর্বে হেফাজতের নায়েবে আমীর ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সংগঠনটির মজলিসে আমেলা এবং মজসি শূরার অধিকাংশ সদস্যের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মাওলানা সাজিদুরর রহমান হেফাজতের ইসলামের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান ও বি.বাড়িয়ার দারুল আরকাম মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।