(দিনাজপুর২৪.কম) সদ্য শেষ হওয়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সতন্ত্র প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। একই দিনে অনুষ্ঠিত ১৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থীদের পিছনে ফেলে জয়ে এগিয়ে রয়েছে নৌকার প্রার্থীরা।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সমন্বিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
১৩২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৮টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছে ৬১টি ইউপিতে। বাকি আরেকটি ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬৬ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে। দেশের ১৩১টি ইউপিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৩ লাখ ৮৭ হাজার ৫৪০ ভোটারের মধ্যে ১৫ লাখ ৯৭ হাজার ৭৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। -অনলাইন ডেস্ক
মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।