প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর উত্তরার ১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৫ মিনিটে আগুন নির্বাপন করা সম্ভব হয়। এর আগে দুইটা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এ তথ্য জানিয়েছে। তবে কীভাবে কোথা থেকে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান রাত ২টা ৪৫ মিনিটে জানিয়েছেন, রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের পর আগুন লাগে। এই কাঁচাবাজারটির ভেতর মুদিসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল।
একজন দোকানি জানিয়েছেন, রাতের বেলা তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন একজন তাকে আগুনের খবর দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
@2024