মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আধুনিকতার ছোঁয়া এখন গাঁও গ্রামে

প্রতিবেদক
admin
মার্চ ১৯, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ হাট এলাকায় পোষাক প্রেমি মানুষেরা দিনাজপুর পৌর শহর থেকেও ছুটে যাচ্ছেন হাটের দক্ষিণে রুপম মার্কেটের নীচ তলায় শাহিন টেইলার্স এন্ড বস্ত্রালয় দর্জির দোকানে।

দিনাজপুর পৌর শহর থেকে ৬ কিলোমিটার দূরে গোপালগঞ্জ হয়ে চাঁদগঞ্জ দিয়ে, যেতে হয় ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ হাটে, হাটের দক্ষিণে রয়েছে সুসজ্জিত দৃষ্টিনন্দন রূপম মার্কেট। মার্কেটের নীচ তলায় অবস্থিত শাহিন টেইলার্স এন্ড বস্ত্রালয়। সরেজমিনে গিয়ে দেখা যায় এই দর্জির দোকানে ইলেক্ট্রিক দ্বারা পরিচালিত অত্যাধুনিক সেলাই মেশিন, এই সেলাই মেশিনগুলো গার্মেন্টস এ ব্যবহার করা হয়। অল্প সময়ের ভিতরেই গ্রাহকেরা আধুনিক ও টেকসই মানের কাপড় বানিয়ে নিচ্ছে এই দর্জির দোকান থেকেই। বর্তমানে গ্রাম ছাড়িয়েও শহরের পোশাক প্রেমী মানুষদের এই দর্জির দোকানটির সুনাম এখন মুখে মুখে।

এই প্রতিষ্ঠানে পাঞ্জাবী, জোব্বা, বোরখা, থ্রি-পিছ, কাবলি সেট, প্যান্ট, শার্ট, কল্লিদার পাঞ্জাবি, এরাবিয়ান জুব্বাসহ দেশী বিদেশি বিভিন্ন ডিজাইনের কাপড় এই দর্জির দোকানে উন্নত মেশিন দিয়ে সেলাই করে প্রস্তুত করা হয়। খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রাহকদের মাঝে কাপড় সেলাই করে দেন দর্জির কারিগরেরা। এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ৫ জন দক্ষ দর্জির কারিগর, শুধু তাই নয় এই দোকানে রয়েছে দেশী এবং বিদেশি থান কাপড়ের সমাহার। ফলে দিনাজপুর পৌর শহরের মার্কেট গুলো থেকে পোষাক প্রেমীদের কাপড় কিনতে হয় না। কারণ শহরের চেয়ে কম দামে এই দর্জির দোকান থেকেই দেশি বিদেশি কাপড় গ্রাহকেরা কিনেন এবং এখানেই সেলাই করে নেন পোশাক প্রেমী মানুষেরা।

গ্রাহক আব্দুস সালাম জানান, তার বাড়ি দিনাজপুর পৌরসভাধীন ১১ নং ওয়ার্ড মিশন রোড এলাকায় তিনি এক যুগের অধিক সপরিবারের কাপড় এই দর্জির দোকান থেকে কিনেন এবং এখানেই সেলাই করে নেন, কারণ দিনাজপুর শহরে মালদহপট্টি, চুড়িপট্টি, গুলশান মার্কেট, এন এ মার্কেট, আব্দুর রহিম সুপার মার্কেট থেকে পূর্বে কাপড় কিনতেন এরপর বিভিন্ন নামীয় শহরের দর্জির দোকানে সেলাই করে নিতেন, পরবর্তীতে লোক মুখে জানতে পারেন রানিগঞ্জ হাট এলাকার দক্ষিণে রূপম মার্কেট নীচ তলায় অবস্থিত শাহিন টেইলার্স এন্ড বস্ত্রালয়, এখানে দেশি ও বিদেশি কাপড় পাওয়া যায় এবং এখানে উন্নত মানের মেশিন দ্বারা সেলাই করা হয়। সত্যই তাই অন্যান্য মার্কেটের চেয়ে সুলভ মূল্যে এখানে দেশি বিদেশি কাপড় পাওয়া যায় সেলাইও করা হয় নিখুঁত ও টেকসই। সুধু আমি নই দিনাজপুর শহরের মানুষেরাও এই প্রতিষ্ঠান থেকে কাপড় কিনে এবং সেলাই করে নিয়ে যায়।

দর্জি দোকান মালিক মো. শাহিন আলম বলেন, মানুষের সেবাই আমাদের লক্ষ্য গ্রাহকরা যেন না ঠকে দেশি বিদেশি কাপড় আমরাই এই প্রতিষ্ঠান থেকে বিক্রয় করে থাকি গ্রাহকরা যদি মনে করে এই প্রতিষ্ঠান থেকে পছন্দমতো কাপড় সেলাই করে নিবে তখন আমরা তাদের কেনা কাপড় উন্নত মানের সেলাই মেশিন দ্বারা পোশাক তৈরি করে দেই। কাপড় পরিধান করে গ্রাহকের হাসি মুখ দেখলেই আমরা আনন্দিত। গ্রাহক সেবাই আমাদের কর্ম।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রায় প্রকাশ : ড. ইউনূসকে ৫০ কোটি টাকা কর জমা দিয়ে আপিল করতে হবে

ঈদে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারের নির্দেশনা

আগামীকাল ভোট, নতুন নেতৃত্ব ঠিক করবে পাকিস্তান

সাংবাদিককে কারাদন্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ইয়েমেনে বন্যায় ৮৪ জনের প্রাণহানি

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

বিদ্যালয় মাঠে ভেঙে পড়া গাছ, খেলাধুলা ব্যাহত

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও সৌদি আরব

মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত