জন অমৃত লিটন মন্ডল (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মুজিবনগর ইস্টার সানডে পালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ‘ইস্টার সানডে’ যথাযথভাবে পালিত হয়েছে। অন্যান্য জায়গার মতো মুজিবনগর ও ইস্টার সানডে’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে গির্জায় চলে ও কবরস্থান মোমবাতি প্রজ্বলন , প্রাথনা মধ্যদিয়ে নানা উৎসব। এরআগে সন্ধ্যায় কবরস্থান ও গির্জায় মোমবাতি জ্বালিয়ে বিশেষ মৃতদের জন্য প্রার্থনা করা হয়। মুজিবনগর উপজেলার বল্লভপুর ভবরপাড়া, রতনপুর, নাজিরাকোনা, জয়পুরসহ খিস্টান পল্লীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান প্ররিচালনা করেন রেভা: রেভা: মৃত্যুঞ্জয় মন্ডল, রেভা: গণেশ মার্ডিসহ, শৈলেন, পলাশ মন্ডল, সংগীত পরিচালনায় জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফসি, যুবক, যুবতী, মহিলা সমিতি, প্যারিস ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ,‘ইস্টার’ শব্দটি এসেছে জার্মান প্যাগান ধর্মের দেবী ‘ইয়োস্ত্রে থেকে। তিনি ছিলেন নবজন্ম ও উর্বরতার দেবী। ছোট খরগোশ এবং ডিম ছিল তার প্রতীক।বাইবেলের নতুন নিয়ম অনুযায়ী বলা হয় কালভেরি পর্বতে কুরুশ বিদ্ধ হয়ে মারা যান যিশু। মৃত্যুর ঠিক তিনদিন পর রোববার আর সেদিন পুনরুত্থান হয় যিশুর। মৃত্যু থেকে পুনরায় জীবিত হয়ে স্বর্গে ফিরে যান তিনি। ধর্মীয় মতে যিশুখ্রিস্টের পুনরুত্থান কিংবা নবজন্মকে স্মরণ করার জন্য এই বিশেষ দিনটির নামকরণ করা হয়েছে দেবী ‘ইয়োস্ত্রে’র নাম অনুসারে।