(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মিয়ানমারের গৃহযুদ্ধে টিকতে না পেরে গত তিন দিনে মিয়ানমার বিজিপর ৮০ জন সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। গত রাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে আরও ৪৬ জন মিয়ানমার সীমান্ত বাহিনী আশ্রয় নিয়েছে বাংলাদেশে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেডকোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে ৭ জন, চাকঢালা দিয়ে ৫ জন ও গোয়ালমারা দিয়ে ৩৪ জনসহ মোট ৪৬ জন বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে গতরাতে।
মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে এসব বিজিপি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্বাবধানে রাখা হয়েছে।
বিজিবির হেডকোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, গত তিন দিনে ৮০ জন মিয়ানমার বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া বিজিপি বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান করছেন। -নিউজ ডেস্ক