স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে জমির বিরোধকে কেন্দ্র করে বড়ভাই মাসুদ রানার হাতে খুন হয়েছেন ছোট ভাই রাসেল রেজা ওরফে বাবু (২৪)। বুধবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে দিনাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ছোট ভাই রাসেলের মৃত্যু হয়।
নিহত রাসেল পৌরসভার পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হাসান আলীর ছেলে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে ছোট ভাই রাসেলের সঙ্গে তার আপন বড় ভাই মাসুদ রানার (৪০) ভিটাবাড়িসহ জায়গা-জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। ওই সময় উত্তেজিত হয়ে বড় ভাই মাসুদ কুড়াল দিয়ে ছোট ভাইয়ের মাথায় ও পায়ে আঘাত করে। পরে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রাসেলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা গুরুত্বর দেখে তাকে আইসিইউতে ভর্তি করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাসেলের মৃত্যু হয়। ওসি জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মাসুদ রানা ছাড়াও রাসেলের ভাবি মোছা. রিমা বেগম ও ভাতিজা ফারহান আলী ওরফে রনককে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।