(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ সময় গত কয়েক দিনে মোট ১৬ জন হিটস্ট্রোকের শিকার হয়েছে বলে জানিয়ে সংস্থাটি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্যমতে— ২২ এপ্রিল থেকে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত নয় দিনে সারাদেশে ১৬ জন ব্যক্তি হিটস্ট্রোকের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায়ও দুজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি নারী, তিনি চট্টগ্রামে ফটিকছড়ির বাসিন্দা।
এছাড়া মৃতদের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ দুজন এবং খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরে একজন করে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। -নিউজ ডেস্ক