মাহবুবুল হক খান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য/ ফেল হয়েছে ৪টি বিদ্যালয়। এগুলো হল-গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘুঘুয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই অকৃতকার্য হয়েছে। নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের দু'জন পরীক্ষার মধ্যে দু'জনই অকৃতকার্য হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্বা সুখ্যাতি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই অকৃতকার্য হয়েছে। এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌমুহনী মডেল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের মোট ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জনই অকৃকার্য হয়েছে।