স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে একটি আবাসিক মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রবিউল ইসলাম রবি নামে মাদ্রাসার এক শিক্ষককে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
এ ঘটনায় শিশুটির পিতা বাদশা মিয়া বাদী মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টায় দিনাজপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলাম রবির বাড়ি দিনাজপুর ৬ নম্বর উপশহরের খেরপিট্রি এলাকায়।
মাদ্রাসার পরিচালক মাসুদ রানা বলেন, দুপুরের পর মাদ্রাসায় এসে বিষয়টি জানাতে পারি। জানার পর শিক্ষার্থীর কাছে গেলে সে ঘটনা খুলে বলে। পরীক্ষা করে প্রমাণও পাই। পরে এলাকাবাসী জেনে মাদ্রাসা ঘেরাও করে অভিযুক্ত শিক্ষক রবিউলকে গণধোলাই দেয়। আমি বাধ্য হয়ে বিষয়টি থানায় অবগত করি।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের পাক-পাহাড়পুর এলাকায় তা'মীরুল উম্মাহ নামে মাদ্রাসায় এই ঘটনা ঘটে। আমরা প্রথমে জানতে পারি এক শিক্ষককে মারধরের কথা। পরে মুল বিষয়টি অবগত হই। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে গণধোলাইয়ের শিকার অভিযুক্ত শিক্ষক রবিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।