প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ৭:১৩ পূর্বাহ্ণ
প্রায় গণপরিবহন শূন্য ফাঁকা ঢাকা, ভোগান্তি
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সারা দেশে আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা।
এতে রাজধানীর সড়কে যানবাহন একেবারেই কম দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে কম গণপরিবহন। রাস্তায় গণপরিবহন তেমন একটা না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে গন্তব্যস্থানে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকসায় করে যাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কিছু যানবাহন চলতে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, উত্তরা, মহাখালী, মোহাম্মদপুর, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, আজিমপুর, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে মেট্রোরেল চালু রয়েছে।যাত্রীদের অভিযোগ, রাস্তায় গণপরিবহন না থাকায় সিএনজি ও রিকশা চালকেরা সুযোগ নিয়ে বেশি ভাড়া নিচ্ছে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলেন বেসরকারি চাকরিজীবী মো. জাহাঙ্গীর। সময়ের আলোকে তিনি বলেন, দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে আছি উত্তরা যাব, বাস নাই। সিএনজি ভাড়া চায় ৬০০। ফাঁকা রাস্তায় কেন দ্বিগুণ ভাড়া দিতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শ্যামলী থেকে মহাখালী যাওয়ার জন্য শ্যামলী স্কয়ারের বিপরীতে অপেক্ষা করছিলেন এক নারী। তিনি জানান, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোন যানবাহ নান পেয়ে একটা ব্যাটারি চালিত অটোরিকশা নিয়েছেন। ভাড়া গুনতে হচ্ছে ২০০। -নিউজ ডেস্ক
@2024