রবিবার , ২৮ জুলাই ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

প্রতিবেদক
admin
জুলাই ২৮, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চলমান নারী এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। এশিয়াকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাতবার শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন ব্লুর মেয়েরা। অপরদিকে এর আগে এশিয়া কাপের পাঁচবার ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি লঙ্কান মেয়েরা। তবে ঘরের মাঠে এবার কোনো ভুলই করেননি চামারি আত্তাপাতুরা। ভারতের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে লঙ্কানরা।  

শিরোপার লড়াইয়ে ভারতের মেয়েরা আজ আগে ব্যাট করতে নেমে মান্ধনার ফিফটিতে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে চামারি আত্তাপাতুরা ও হর্ষিতা সামারাবিক্রমার অর্ধশতকে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।

ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন গুনারত্নে। তবে তার বিদায়ের পর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সামাবিক্রমাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লঙ্কান দলপতি চামারি আতাপাত্তু। 

দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ৯৪ রানে দিপ্তী শর্মার ঘূর্ণিতে চামারি আউট হলে ভাঙ্গে এই জুটি। প্যাভিলিয়নে যাবার আগে ৬১ রান করেন তিনি। আর তার বিদায়ে জয়ের স্বপ্ন দেখে ভারত। তবে তাদের সেই আশায় গুড়েবালি। দিলহারিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা। 

সেই সঙ্গে ফিফটিও তুলে নেন তিনি। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে ৬৯ রানে অপরাজিত ছিলেন সামারাবিক্রমা। আর এর মধ্যে দিয়ে ২০ বছরের অপেক্ষা ঘুচল শ্রীলঙ্কার মেয়েদের। পাঁচবার এশিয়া কাপ ফাইনাল খেললেও এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো তারা। 

এর আগে ডাম্বুলা রঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে নামেন শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪৪ রান তুলে দুর্দান্ত শুরু করে দুই ভারতীয় ওপেনার।   তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শেফালি। ১৯ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। উমা সেত্রীও ৯ রানে দ্রুত বিদায় নেন। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরও। ১১ বলে ১ বাউন্ডারিতে ১১ করে সাজঘরে ফেরেন।

ভারত দ্রুত উইকেট হারলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন স্মৃতি মান্ধানা। ৩৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন ওপেনার স্মৃতি মান্ধানা।  তাকে যোগ্য সঙ্গ দিয়ে জেমিমাহ রদ্রিগেস ১৬ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন।

 

শেষদিকে ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালাতে থাকেন রিচা ঘোষ। তার ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় ভারত। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন কাভিষা দিলহারি। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - ক্যাম্পাস