(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রায় আট বছর পর নিখোঁজ থাকার পর জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ আমান আযমীর মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সোমবার সকালে জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জামায়াতের ফেসবুক পেজে বলা হয়েছে, সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান বিগ্রেডিয়ার জেনারেল (সাবেক) আব্দুল্লাহিল আমান-আল আযমী ফিরে এসেছেন। আল্লাহ তায়ালা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন।
২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে গোলাম আযমের প্রবাসী আরেক ছেলে এ অভিযোগ করেছিলেন। আযমীকে গুম করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। অবশেষে আট বছর পর খোঁজ মিলল তার। -নিউজ ডেস্ক