বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

কুমিল্লায় বৃষ্টি-বন্যায় দুইদিনে আইনজীবীসহ চারজনের মৃত্যু

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে কুমিল্লায় দুইদিনে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার তিনজন ও সোমবার একজন মারা গেছেন।

নিহতদের মধ্যে দুইজন বিদ্যুৎস্পৃষ্টে, একজনের মাথায় গাছ পড়ে এবং একজন পানিতে ডুবে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বন্যার পানিতে ডুবে কেরামত আলী নামে একজন মারা যান। তিনি নাঙ্গলকোট উপজেলার দাউদপুর এলাকার বাসিন্দা। কেরামত আলীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস।

তার আগে বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নগরীর ছোটরা এলাকার বাসিন্দা। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারর আগে সকালে জেলার চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় মাথায় গাছ পড়ে শাহাদাত হোসেন নামে ৩৪ বছর বয়সী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে।

এর আগে সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে সোহরাব হোসেন সোহাগ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে একটি ডায়াগনস্টিক সেন্টারে রেখে বের হলে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস